রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষক বাচ্চা মিয়া ওরফে বগা হত্যা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালাত। মঙ্গলবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ মো. শাহেনুর এ রায় প্রদান করেন।
এ সময় আসামিরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আসামীদের কড়া পুলিশী পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দন্ডপ্রাপ্তরা হল-হাফিজার রহমান ও মন্টু মিয়া।
মামলা সূত্রে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুঠি চামড়াপাড়া গ্রামে কৃষক বাচ্চা মিয়া ওরফে বগার সাথে জমি নিয়ে বিরোধ ছিল দন্ডপ্রাপ্ত আসামীদের। গত ২০১৪ সালের ২১ জানুয়ারী আপোষ মিমাংসার কথা বলে রাতে কৃষক বগাকে আসামিরা ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর ফিরে আসেনি। আসামি হাফিজার রহমান ও মন্টু মিয়াসহ অন্যান্য আসামিরা কৃষক বগাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে তার বাড়ির রান্না ঘরে লাশ ঝুলিয়ে রেখে চলে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে তারাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন। মামলায় ময়না তদন্তকারী চিকিৎসক তদন্তকারী পুলিশ কর্মকর্তা সহ ১৮ সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য ও জেরা শেষে আসামী হাফিজার রহমান ও মন্টু মিয়াকে বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আশে দেন। অন্যদিকে লাশগুম করার অপরাধে ৩ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুল মালেক। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী ও আমিনুল ইসলাম।