বান্দরবানের রোয়াংছড়িতে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রোববার সকালে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী মোংবাইপাড়া এলাকার গভীর জঙ্গলে খালে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি দল সেখানে গেছে বলে জানান পুলিশ সুপার।
আজ সকাল ১১টার দিকে বান্দরবান শহরের কার্যালয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার জেরিন আখতার। তিনি জানান, গতকাল শনিবার বিকেল চারটার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। এখনো পর্যন্ত লাশ চারটি শঙ্খ নদীর পাশে পড়ে আছে।
রোয়াংছড়ির তারাশা ইউনিয়নের মংবাইতং পাড়ার কাছে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। সেখানে একটি খাদে লাশ চারটি পড়ে আছে।
পুলিশ সুপার বলেন, এখানে বেশ কয়েকটি সংগঠন সক্রিয় আছে। তাদের নিজেদের মধ্যে সমস্যা আছে। এটা সাধারণ মানুষের সমস্যা না। এটা সংগঠনগুলোর সমস্যা। এটারও বহিঃপ্রকাশ হচ্ছে।