বিভিন্ন দেশ থেকে সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ এ তথ্য জানান। তবে বিষয়টি খোলাসা করেননি। তিনি বলেছেন, শত্রুর জন্য তা চমক হিসেবেই থাকুক। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।
স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী লেখেন, ‘আমি সামরিক সরঞ্জামগুলো নিয়ে মন্তব্য করছি না। এটা খুবই নাজুক সময়। শত্রুদের জন্য তা চমক হিসেবে রাখি। জেনে রাখুন, উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’
ইউক্রেন ৫০ হাজারের বেশি হেলমেট ও সুরক্ষা জ্যাকেট কিনেছে বলে জানান ওলেস্কি রেজনিকভ। এর মধ্যে পশ্চিমা জোট ন্যাটোর সদস্য দেশগুলোর জন্য তৈরি করা ইউনিফর্মও রয়েছে।