বেশ কয়েকদিন ধরেই ইউক্রেনের মারিওপোল শহর ঘিরে রেখেছে রাশিয়া। যার ফলে সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যেই একটি শিশু হাসপাতালে রুশ সেনারা হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সিটি কাউন্সিলের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার সেনারা একটি শিশু হাসপাতালে কয়েকটি বোমা ফেলেছে। এতে ওই হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কাউন্সিল অফিস জানায়, এ হামলায় কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নন। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো বলেন, মারিওপোলের ওই হাসপাতালের প্রসূতি, শিশু ও থেরাপি ওয়ার্ড রাশিয়ার বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আহতদের পাশে থাকা হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
স্থানীয় সংসদ সদস্য দিমিত্র গুরিনও রাশিয়ার হামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে বিবিসি হামলার সত্যতা যাচাই করতে পারেনি। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।