মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

‘ভারতের অবস্থান নড়বড়ে’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১১৭ বার

রাশিয়ার সেনাবাহিনীর হামলায় গোটা ইউক্রেন তছনছ হয়ে গেছে। সর্বত্র বোমা হামলার বিধ্বস্ত চিত্র। এ পরিস্থিতিতে ভারতের অবস্থানকে নড়বড়ে বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর ডয়েচে ভেলে।

বাইডেন বলেন, ওয়াশিংটনের বন্ধু ও সহযোগী দেশগুলোর মধ্যে ভারত হলো ব্যতিক্রম। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে বা কম্পমান।

প্রসঙ্গত, চীনবিরোধী জোট কোয়াডে চারটি দেশ রয়েছে- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত। এর মধ্যে ভারত একমাত্র দেশ, যারা রাশিয়া থেকে তেল কিনছে। দক্ষিণ এশিয়ার এই দেশটি রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে একবারও ভোট দেয়নি।

এ পরিস্থিতিতে মার্কিন বিজনেস লিডারদের বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘কোয়াডে জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া খুবই কঠোর। তারা প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে। শুধু ভারত ব্যতিক্রম এবং তাদের অবস্থান নড়বড়ে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘পুতিন ভেবেছিলেন, তিনি ন্যাটোকে ভেঙে দিতে পারবেন। কিন্তু সেটা হয়নি। ন্যাটোকে অতীতে কখনো এতটা ঐক্যবদ্ধ, এতটা শক্তিশালী দেখা যায়নি।’

এ ছাড়া ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ভারতীয় বিচারপতি রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, সেটা তার (ভারতীয় বিচারপতি) ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে ভারত সরকার কোনোভাবে জড়িত নয়।

সম্প্রতি ভারতের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিজের প্রয়োজনের ৮৫ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে। এর মধ্যে রাশিয়া থেকে আসে মাত্র এক শতাংশ। বর্তমান বিশ্বে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারত বিকল্প পথ খোঁজ করছে। এমন পরিস্থিতিতে রুশ তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিল্লি তেল কিনতে পারে বলে বিবিসির খবরেও বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com