কৌশলে অনাস্থা প্রস্তাব ঠেকিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নতুন নির্বাচন দেওয়ার ঘোষণায় দেশটির রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হয়েছে। এমন পদক্ষেপকে রাষ্ট্রদ্রোহ হিসেবে চ্যালেঞ্জ করেছে বিরোধী জোট। তারা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। কোণঠাসা প্রধানমন্ত্রীকে নিয়ে টুইটারেও সমালোচনায় সরব হয়েছেন পাকিস্তানিরা। অনেকে বলছেন, নিজেকে রক্ষায় বিব্রতকর পথে হেঁটেছেন ক্যাপ্টেন। কেউ বলছেন, ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই করার দাবি করা ইমরান আজ মাঠ ছেড়ে পালালেন।
আবার কেউ কেউ বলছেন, ইমরান পাকিস্তানের পুতিন ও শি জিনপিং হতে চান। অনাস্থা ভোটের দিন জাতিকে ‘অবাক’ করে দেওয়ার অঙ্গীকার করেছিলেন ইমরান খান। ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তিনি ছিলেন আত্মবিশ্বাসী। তিনি এমনটা বলেছিলেন, কারণ তখনো তার হাতে একটা কৌশল অবশিষ্ট ছিল। পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন চলাকালে তার সেই ‘অঙ্গীকার’ সামনে আসে।
সরকার ও বিরোধী দলের চ‚ড়ান্ত এই শোডাউনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমও এ নিয়ে সরগরম ছিল। জাতীয় পরিষদের এমন ঘটনা অনেকেই সমর্থন করতে পারেননি। কেউ আবার ইমরান খান অনাস্থা ভোট এড়ানোয় উচ্ছ¡াস প্রকাশ করেছেন। পাকিস্তানে টুইটারে হাশট্যাগ #বিহাইন্ডইউস্কিপার (আপনার সঙ্গে আছি দলনেতা) ট্রেন্ডিং ছিল।
কামরান ইউসফ নামের একজন টুইট করেছেন, ‘ইমরান খান পাকিস্তানের আজীবনের পুতিন ও শি জিনপিং হতে চান।’ সালার খান নামের একজন লিখেছেন, ‘একদিকে আপনি বিস্মিত হবেন আমরা কীভাবে এ পর্যায়ে এসে পড়লাম, অন্যদিকে আপনি দেখবেন কীভাবে পুরোপুরি প্রাপ্তবয়স্ক লোকগুলো নিজেদের সংবিধান লঙ্ঘনের প্রশংসায় পঞ্চমুখ।’ মোয়িদ পিরজাদা নামের একজন লিখেছেন, ‘ইমরান খানের বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। তিনি অবশেষে বুঝতে পেরেছেনÑ তুমি যদি রোমে থাকো, রোমানদের মতো আচরণ করো। সিআইএ তাদের পরবর্তী পদক্ষেপ কীভাবে সাজায়, তা দেখতে বিস্ময়ের সঙ্গে অপেক্ষায় আছি। সর্বোপরি পাকিস্তানে নির্বাচন সব সময়ই সাজানো।’
পারভেজ খাট্টাক লিখেছেন, ‘সারপ্রাইজ কি উপভোগ করছেন!’ মেহর তারার লিখেছেন, ‘কখনো ইমরান খানকে খাটো করে দেখবেন না, কখনই না।’
অসাংবিধানিক আখ্যায়িত করে জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব রবিবার ডেপুটি স্পিকার নাকচ করে দেন। সূত্র : ট্রিবিউন।
উল্টো স্পিকারের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা দিয়ে আদালতে গেছে বিরোধীরা। দেশটির সুপ্রিমকোর্ট বিষয়টি পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছেন।