বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে জালালাবাদ এসোসিয়েশনের ইফতার পার্টি সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৬৭ বার

ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার বার্ষিক ইফতার মাহফিল। রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডস্থ গুলশান ট্যারেসে আয়োজিত ইফতার মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী ফারাজ মিয়া।
মাহফিলে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, ইফতার ও দোয়া মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক এবং এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, মূলধারার রাজনীতিক হাইরাম মানসেরাত, নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪ থেকে আগামী প্রাইমারী নির্বাচনে অ্যাসেম্বলীম্যান পদপ্রার্থী মিজান চৌধুরী প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব রোকন হাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে ইফতার পূর্ব বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ সভাপতি ছয়ফুল ইসলাম সিদ্দিকী।
এসময় এসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা এম এম শাহীন, এডভোকেট নাসির উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল বাসিত ও বদরুন নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান এম আজীজ, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সাবেক সভাপতি মুজিব-উর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান প্রমুখ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আড়াই শতাধিক প্রবাসী বাংলাদেশী এই ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। এরমধ্যে বিপুল সংখ্যক জালালাবাদবাসী অংশ নেয়ায় মাহফিলটি প্রবাসী সিলেটীদের মিলন মেলায় পরিণত হয়।
ইফতার গ্রহণ পরবর্তী মাগরিবের নামাজের পর অনুষ্ঠানমঞ্চে অতিথিবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র যুবদল নেতা আবু সাঈদ আহমদ, এম এ বাতেন, যুবলীগ নেতা জামাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী সানি মোল্লা, ইফজাল আহমেদ চৌধুরী প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মাহফিলে এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঈনুল ইসলাম এর পক্ষ থেকে সকল অতিথিকে একটি করে জায়নামাজ উপহার দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com