ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা অতীতের ভুল সংশোধনের জন্য প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো-জারদারি। তবে সামনে দীর্ঘপথ রয়েছে বলেও সতর্ক করেছেন তরুণ এই রাজনীতিক।
গতকাল সোমবার সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বিলওয়াল ভুট্টো বলেন, ‘অতীতের ভুল সংশোধনে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এটি, তবে আমাদেরকে আরও সামনে যেতে হবে।’ খবর জিও নিউজের।
দেশের অর্থনৈতিক সমস্যা এবং পাকিস্তান মুসলিম লীগ দলের সঙ্গে জোট দীর্ঘস্থায়ী হবে কিনা পিপিপির চেয়ারম্যানের কাছে এমন প্রশ্ন ছিল বিবিসির। জবাবে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি পাকিস্তানের সমস্যার উত্তরণ হলো গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র।’
বিলওয়াল বলেন ‘কিন্তু গত তিন বছর ইমরান খান সরকারের সময় পাকিস্তানের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক ও গণতান্ত্রিক স্বাধীনতা না থাকলে আমরা আমাদের জনগণের অর্থনৈতিক অধিকার অর্জনে অগ্রগতি করতে পারব না।’
বিরোধীরা অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ায় পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী ঠিক করতে আজ সোমবার পার্লামেন্টে নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এ ক্ষেত্রে পিপিপি, পাকিস্তান মুসলিম লীগের নেতা শাহবাজ শরিফকে পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছেন বিলওয়াল ভুট্টো।