ইউক্রেনের হয়ে যুদ্ধ লড়া আরও এক ব্রিটিশ সেনাকে মরিপোল থেকে আটক করেছে রাশিয়া। তার নাম শন পিনার। রাশিয়ার টেলিভিশনে তাকে দেখানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এর আগে এইডেন এসলিন নামে এক ব্রিটিশ সেনাকে আটকের কথা জানিয়েছিল মস্কো।
ভিডিওতে ৪৮ বছর বয়সি ওই সেনাকে বলতে শোনা যায়, ‘হাই, আমি শন পিনার। আমি যুক্তরাজ্যের নাগরিক, মরিপোলে আটক হয়েছি। আমি ৩৬ ব্রিগেড প্রথম ব্যাটালিয়ন ইউক্রেনীয় মেরিনের সদস্য ছিলাম।’
পিনার চার বছর আগে ইউক্রেনে আসেন এবং স্ত্রীর সঙ্গে ডনবাস অঞ্চলে বসবাস শুরু করেন। জানুয়ারিতে তিনি দ্য মেইলকে বলেন, তিনি তার পরিবার ও শহরকে রক্ষায় লড়াই করছিলেন।
তিনি আরও জানান, তিনি তার প্রাণ নিয়ে শঙ্কায় ছিলেন। যদি রাশিয়ানরা কোনোমতে তাকে ধরতে পারে, তবে তার সঙ্গে ভিন্ন আচরণ করা হবে, কেননা তিনি ব্রিটিশ।