শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

পুরনো ছন্দে ঈদ নাটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ১৩২ বার

করোনার কারণে গত দুই বছর ঈদে নতুন নাটকের সংখ্যা ছিল কম। তবে পরিস্থিতি ভালো হওয়ায় এবারের ঈদে পুরনো ছন্দে ফিরছে নাটক। এরই মধ্যে পাঁচ শতাধিক নাটক তৈরি হয়েছে ঈদকে কেন্দ্র করে। এর বাইরে ইউটিউবের জন্যও আলাদা করে তৈরি হয়েছে শতাধিক নাটক। সব মিলিয়ে ২০ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে এখানে। প্রতিটি চ্যানেলই এবার নতুন নাটক দিয়ে ঈদ আয়োজন সাজিয়েছে। এগুলোয় দেখা যাবে সেই পরিচিত মুখগুলোকেই। মোশাররফ করিম, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, মুশফিক আর ফারহান, ফারহান আহমেদ জোভান, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিন, কেয়া পায়েল, সাফা কবিররা এবার বেশি কাজ করেছেন। থাকছে তারুণ্যের প্রাধান্যও। সংখ্যার দিক থেকে বেশি নাটকে অভিনয় করা নতুন শিল্পীর তালিকায় আছেন- ইয়াশ, খাইরুল বাসার, শামীম হাসান সরকার, সৈয়দ জামান শাওন, তামিম মৃধা, সামিরা মাহি, সুমাইয়া হিমি, পারসা ইভানা প্রমুখ।

এবারের ঈদে মোশাররফ করিম অভিনীত ২০টির মতো নাটক প্রচার হবে। তিনি বলেন, ‘এখন সব মাধ্যমেই কাজ করতে হচ্ছে। ঈদে ওটিটির জন্য কাজ করেছি, গত মাসে সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলাম। যে কারণে টেলিভিশনে আগের মতো সময় দিতে পারিনি। চেষ্টা করেছি সময় নিয়ে বেছে বেছে কাজ করতে। যে কারণে হয়তো সংখ্যায় আগের চেয়ে কম নাটক প্রচার হবে। তবে সব মাধ্যমেই দর্শক কাজগুলোতে বিনোদন পাবেন।’ অপূর্বকে দেখা যাবে ‘উড়ো প্রেম’, ‘অঘটন’, ‘মিস্টার অভিনেতা’সহ একাধিক নাটকে। তিনি বলেন, ‘ঈদের নাটকে অভিনয় করতে বেশ আনন্দ লাগে। এ বছর ভালো গল্পের একাধিক নাটকে দেখতে পাবেন দর্শকরা। আশা করছি, সবার অংশগ্রহণে ঈদের আনন্দ বর্ণিল হবে।’ বর্তমান সময়ে টিভি নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অনবদ্য অভিনয়, গ্ল্যামার আর নজরকাড়া হাসি দিয়ে কোটি দর্শকের মন জয় করেছেন। সেই সঙ্গে নির্মাতা-প্রযোজকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকেন। এবারের ঈদে মেহজাবিন অভিনীত একাধিক নাটক প্রচার হবে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘উড়ো প্রেম’, ‘টু বাই টু লাভ’, ‘মিস্টার অভিনেতা’, ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ প্রমুখ। তিনি বলেন, ‘মানসম্মত নাটকে অভিনয়ের চেষ্টা করি সব সময়। সেই ধারা অব্যাহত রেখেই এ বছরও কাজ করার চেষ্টা করছি।’ আফরান নিশোর সবচেয়ে বড় গুণ হলোÑ কাজের বিষয়ে তিনি যেমন খুঁতখুঁতে, তেমনি চরিত্র নির্বাচনেও দূরদর্শী। অভিনয়ের জগতে নিজের অবস্থান নিজেই গড়েছেন। এবারের ঈদে তাকে দেখা যাবে ‘টু বাই টু লাভ’, ‘দ্য কিডন্যাপার’, ‘লাফ’সহ বেশ কিছু নাটকে। নিশো বলেন, ‘ওপরের সবগুলো কাজই আগের করা। হয়তো নতুন দুটি নাটক প্রচার হবে।’ গত বছর ঈদে কেয়া পায়েলের ২০টির মতো নাটক প্রচার হয়েছিল। সেই সংখ্যা এবার হতে পারে দ্বিগুণ! অপূর্ব থেকে শুরু করে তৌসিফ, জোভান, ফারহানদের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে তাকে। নিজের কাজগুলো নিয়ে আশাবাদ ব্যক্ত করে কেয়া পায়েল বলেন, ‘আমি ভাগ্যবান। দর্শক আমার কাজ পছন্দ করেন। পরিচালকরা আমাকে কাজে নেন। আমি সব সময় চেষ্টা করি দর্শকদের পছন্দের একজন হয়ে উঠতে। ঈদনাটকগুলোয় ভ্যারিয়েশন আনতে চাই। এবার ঢাকা ও ঢাকার বাইরে অনেক গল্পে কাজ করেছি। অনেক আগের কিছু নাটকও ঈদে প্রচার হবে।’

এবারের ঈদে তানজিন তিশাকে দেখা যাবে প্রায় ৩০টি নাটকে। এর উল্লেখযোগ্য- ‘অচেনা প্রেম’, ‘লাভ ট্রিপ’, ‘ওয়েডিং ক্রাশ’ প্রমুখ। ইদানীং গ্ল্যামারপ্রধান কাজের বাইরে অভিনয় করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন তিশা। তিনি বলেন, ‘অনেক হিসাব-নিকাশ করে এখন কাজ করি। গল্প-চরিত্র পছন্দ না হলে অভিনয়ের সম্মতি দেই না। চেষ্টা থাকে ব্যতিক্রমী কাজের মাধ্যমে দর্শকদের সামনে আসার।’ গতানুগতিক প্রেমের বাইরে গল্পনির্ভর নাটকে অভিনয় করে প্রতিনিয়তই নিজের জাত চেনাচ্ছেন মুশফিক আর ফারহান। নায়ক নয়, বরং ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন অভিনেতা হিসেবে। এবারের ঈদে বেশ কিছু নাটক দিয়ে দর্শকের মনোযোগ কাড়বেন মুশিফক- এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘ওয়েডিং ক্রাশ’, ‘হাঙ্গর’, ‘নসিব’, ‘শেষ ভালোবাসা’ প্রমুখ। এবারের ঈদে সর্বাধিক ৪০টি নাটক প্রচার হবে ফারহান আহমেদ জোভানের। তিনি বলেন, ‘আমি ধারাবাহিক নাটক আপাতত করছি না। ওটিটির কাজগুলো তেমন ব্যাটে-বলে মিলছে না। যে কারণে কিছুটা আগে থেকেই ঈদের খণ্ডনাটকের শুটিং শুরু করেছি। ঈদের নাটক নিয়ে সব সময় আলাদা একটি চ্যালেঞ্জ থাকে। এবার দর্শক বেশিরভাগ ভালো নাটক পাবেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com