কক্সবাজার জেলার চকরিয়ার ডুলাহাজারায় দু’ ডাকাতদলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আমির হোসেন (৪২) নামের এক ডাকাত নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাতে মিঠাছড়ি ও মালুমঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির ডুলাহাজারার পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের ছেলে।
জানা গেছে, প্রথম দফায় ডুলাহাজারার মিঠাছড়ি এলাকায় দু’দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে নিহত হয় কয়েক ডজন মামলার আসামি ডাকাত সর্দার আমির হোসেন। অপরপক্ষে নেতৃত্ব দেয়া হেলাল উদ্দিন ডাকাত দ্রুত মিঠাছড়ি এলাকা ত্যাগ করে মালুমঘাট বাজারের দিকে চলে আসে। এর পিছু নেয় নিহত ডাকাত সর্দার আমির হোসেন দলের সদস্যরাও। দ্বিতীয় দফায় মালুমঘাট বাজারে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে আমির হোসেন দলের সদস্যরা। এ সময় মালুমঘাট বাজারের অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় ডাকাতদলের সদস্যরা।
এ প্রসঙ্গে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দু’ ডাকাতদলের সদস্যদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সর্দার আমির হোসেনের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।