কয়েক দিনের টানা বর্ষণে বন্যা এবং ভূমিধসে ভারতের আসাম ও মেঘালয়ে প্রাণহানি সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩১ লাখে পৌঁছেছে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানায়, কয়েকদিনের বন্যার কারণে এখন পর্যন্ত আসামে ২৪ ও মেঘালয়ে ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া গত শুক্রবার থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে। এতে ১০ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তবে এখন পর্যন্ত ত্রিপুরায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কর্মকর্তারা জানান, মেঘালয়ের মাওসিনরাম ও চেরাপুঞ্জিতে ১৯৪০ সালের পর এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আগরতলাতেও ৬০ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আসামে চার হাজারের বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। ইতোমধ্যেই সেখানকার এক লাখ ৫৬ হাজার মানুষকে আশ্রয়শিবিরে নেয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্যা পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে ফোনা কথা বলেছেন। তাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় সেনা, দুর্যোগ মোকাবিলা বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধারকাজে নেমেছেন। চলছে ত্রাণ বিতরণ।
সূত্র : এনডিটিভি, আনন্দবাজার