ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, রাশিয়ার কারাগারে এক হাজার ৫০০-এরও বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিককে আটকে রেখেছে।
সোমবার এক ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। খবর ইউক্রিনফর্মের।
তিনি বলেন, তারা রোস্তভ, কুরস্কে আছে। তারা কারাগারে রয়েছেন, তাদের যুদ্ধবন্দি হিসাবে রাখা হয়েছে। যদিও রাশিয়ার এটা করা উচিত নয়।
তিনি আরও বলেন, কারাবন্দি বেসামরিক লোকদের মধ্যে স্বেচ্ছাসেবক, কর্মী, সাংবাদিক, পুরোহিত, স্থানীয় কাউন্সিলের ডেপুটি ও স্থানীয় সরকার সংস্থার প্রধানও রয়েছেন।
গোয়েন্দা তথ্যানুসারে, রাশিয়া ইউক্রেন থেকে ১.২ মিলিয়ন মানুষকে রাশিয়ায় নির্বাসিত করেছে। যাদের মধ্যে দুই লাখ ৪০ হাজার শিশু রয়েছে।
সূত্র: আলজাজিরা