নিউইয়র্কে আনন্দঘন,-উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘৯৩ আমেরিকা’র বার্ষিক বনভোজন ২০২২।জর্জ আইল্যান্ড পার্কে মনোরম পরিবেশে গত ৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয় ‘৯৩ আমেরিকা’র মনোমুগ্ধকর এ পুনর্মিলনী। বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুক মাধ্যমে ঐক্যবদ্ধ হন ‘৯৩ আমেরিকা’ নামের এ প্লাটফর্মে। এই আয়োজনে ’৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও সংগঠনটির সদস্যরা স্বপরিবারে যোগ দেন। ‘৯৩ আমেরিকার দিনব্যাপি অনুষ্ঠিত কর্মসুচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা,র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন। সাংস্কৃতিক পর্বে ছিল প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব,রবিন খান,রোকসানা মির্জা,বাংলাদেশ আগত সংগীত শিল্পী মরিয়ম মারিয়ার জমকালো পরিবেশনা। আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে এদিন সকাল ৯টা থেকে ‘৯৩ আমেরিকা’ সদস্য এবং অতিথিরা উপস্থিত হতে থাকেন পিকনিক স্পটে। এসময় সকলকে এপিটাইজার পরিবেশন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরই শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দেশীয় আমেজে দিনব্যাপি বনভোজনে ছিল জনপ্রিয় খলিল বিরিয়ানীর মজাদার খাবার, বিভিন্ন খেলা-ধূলা,সাংস্কৃতিক পরিবেশনা ও আর্কষণীয় র্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন উৎসব শেষ হয়। বার্ষিক বনভোজন সুন্দর ও সফল করার লক্ষ্যে যারা দিনরাত পরিশ্রম করেছেন তারা হলেন ৯৩ আমেরিকা’র শাহ জুয়েল,মাসুম,অলি,রবিন,খলিল, খায়রুল,পুতুল,তপন,রুয়ানা,মাহবুব,রিয়াদ,সুজন,জারারিয়া, আকবর,ইশরাত,সাহিল,সামাদ,ফরিদ,মিরানা,শাহদাৎ,শামীম,স্বপন,সোনিয়া,রাজিব,তাহুরা,লুনা,বকুল,মহসিন,নাজমুল,মুন,আশিক,তপন,সুজন প্রমুখ।