ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম দশটি সিনেমার তিনটিই বাংলা। শুধু তা-ই নয়, এই তিনটি ছবির পরিচালক বাংলা চলচ্চিত্রের ‘ত্রিমূর্তি’ হিসেবে পরিচিত সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকসের (এফআইপিআরএসসিআই) ‘ইন্ডিয়া চ্যাপ্টার’ একটি জরিপ করে। সেখানে সমালোচকদের মতামতের ভিত্তিতে এ সেরা ১০ চলচ্চিত্র নির্বাচিত করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, এফআইপিআরএসসিআই-এর জরিপে অংশ নেওয়ারা সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’কে ভারতীয় সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত সেরা ছবি বলে চিহ্নিত করেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে ছবিটি নির্মাণ করেন সত্যজিৎ। এটিই এ কিংবদন্তি পরিচালকের প্রথম পরিচালিত সিনেমা।
তালিকার অষ্টমে রয়েছে শ্যাম বেনেগালের হিন্দি সিনেমা ‘অঙ্কুর’ (১৯৭৪), নবমে গুরু দত্তের ‘পিয়াসা’ (১৮৫৪) এবং দশমে রমেশ সিপ্পির সিনেমা ‘শোলে’ (১৯৭৫)।
এফআইপিআরএসসিআই নামের এ চলচ্চিত্র সমালোচকদের সংগঠনটি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। কান, ভেনিস বা ভিয়েনা ইত্যাদি চলচ্চিত্র উৎসবে এই সংগঠন বিভিন্ন ছবিকে পুরস্কৃত করে থাকে। জানা গিয়েছে, এই জরিপটি অত্যন্ত গোপনীয়তায় সম্পন্ন করে এফআইপিআরএসসিআই। জরিপে মতামত দিয়েছেন সংগঠনের ত্রিশ জন সদস্য।