মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি আবারো জয়ী হয়েছেন। গুরুত্বপূর্ণ এই সুইয়িং স্টেটে জয়ের ফলে আর মাত্র একটি আসন পেলেই আগামী দুই বছর জো বাইডেনের হাতেই থাকবে সিনেটের নিয়ন্ত্রণ। কেলি নির্বাচনে রিপাবলিকান ভেনচার ক্যাপিটালিস্ট ব্ল্যাক মাস্টার্সকে পরাজিত করেন। এখন নেভেদায় কিংবা জর্জিয়ায় জয় পেলেই সিনেট চলে আসবে ডেমোক্র্যাটদের হাতে। আর রিপাবলিকানদের সিনেটের নিয়ন্ত্রণ দখল করতে হলে দুটিতেই জয়ী হতে হবে। সাবেক নাসা নভোচারী কেলি ২০২০ সালে বিশেষ নির্বাচনে প্রথমবার জয়ী হয়েছিলেন। রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনের মৃত্যুর ফলে আসনটি শূন্য হয়েছিল। ওই সময় ৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো অ্যারিজোনার সিনেট আসনে ডেমোক্র্যাটরা জয়ী হয়েছিল। ওই রাজ্যে দ্রুত জনসংখ্যার পরিবর্তন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা না থাকার ইঙ্গিত দিচ্ছে এই নির্বাচন। সূত্র : আলজাজিরা