অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচ সমুদ্রসৈকতে হাজার হাজার নর-নারী একসঙ্গে ছবি তোলার জন্য নগ্ন হয়ে পোজ দিয়েছেন। মেলানোমা বা ত্বকের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রচারের অংশ হিসেবে গতকাল শনিবার প্রায় আড়াই হাজার মানুষ নগ্ন হন। খবর বিবিসির।
রিপোর্ট, যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আলোকচিত্রী স্পেন্সার টিউনিক তাদের ছবি তুলেছেন। বিশ্বের নানা ঐতিহাসিক স্থানে নগ্ন ছবি তোলার জন্য সুপরিচিত টিউনিক। গতকাল যারা নগ্ন ফটোশ্যুটের জন্য মডেল হয়েছেন তারা সবাই স্বেচ্ছাসেবক হিসেবেই এ কাজ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
নগ্ন ফটোশ্যুটে অংশ নেওয়া রুবি লিননার নামে এক নারী রয়টার্সকে বলেন, ফটোশ্যুটের জন্য নগ্ন হওয়ার আগে তিনি ‘বেশ নার্ভাস’ হয়ে পড়েন। এদিকে টিউনিক বলেন, আমাদের হাতে ত্বকের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি সুযোগ আছে। আমি এর অংশ হতে এখানে আসতে পেরে….আমার ছবি তুলতে পেরে এবং শরীর এবং তার সুরক্ষাকে উদযাপন করতে পেরে সম্মানিত বোধ করছি।