নিউইয়র্কের ওজন পার্কে বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের তৃতীয় শাখা উদ্বোধন হবে ১৩ জানুয়ারি শুক্রবার। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে হোম কেয়ারের পথদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ প্রতিষ্ঠিত বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ার। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু জাফর মাহমুদ নিউইয়র্ক প্রবাসীদের স্বাস্থ্যসেবায় বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ার সবসময় জনসমাজের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।