যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেসিক ইসলামিক সেন্টার (বিআইসি)’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (২৫ ডিসেম্বর) উডসাইড মাদানী মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: খালেক খালেক। অনুষ্ঠান পরিচালনা এবং বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া। অডিট রিপোর্ট পেশ করেন জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদকের রির্পোট পেশ করেন মো: হামিদুল হক।
সাধারণ সম্পাদক তার প্রতিবেদনে বাফেলো বেসিকের মসজিদ ক্রয়সহ, ৯জন নতুন সদস্য বৃদ্ধি, বিপদগ্রস্থ ভাইদের সহযোগিতা, মৃত্যু ব্যক্তিদের জানাজা ও দোয়া, কুরআন ক্লাশসহ নিয়মিত বৈঠনের বিবরণ দিয়ে বলেন, প্রবাসে তথা নিউইয়র্কে ব্যস্ততম সময় পার করে স্ত্রী-সন্তানদের সময় দেওয়ার পর যতটুকু সময় একজন সাধারণ সম্পাদকের দেওয়া দরকার তা আমি দিতে পারিনা। আমার সকল ব্যর্থতা ও ভ‚লের জন্য ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন এবং সংগঠনকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সাধারণ সম্পাদক, অডিট ও অর্থ প্রতিবেদনের উপর প্রশ্ন ও পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন, মুরাদ হোসেন, মাওলানা জুনাইদ, ফখরুল ইসলাম মাছুম. হাজী মনির হোসেন, নাসির হোসেন, কামাল, টিপু সুলতান, ফয়জুল্লাহ বাবুল। সভায় আজীবন সদস্যদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।