শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

জ্ঞানবাপীর সেই ‘শিবলিঙ্গের’ বয়সের ব্যাপারে পুরাতত্ত্ববিদদের ৮ সপ্তাহ সময় দিলো আদালত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৪৭ বার

ভারতের উত্তর প্রদেশের জ্ঞানবাপী মসজিদ চত্বরে পাওয়া তথাকথিত ‘শিবলিঙ্গে’র বয়স নির্ধারণের জন্য কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা যাবে কি না, সে বিষয়ে মতামত জানানোর জন্য ভারতীয় পুরাতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআইকে আরো আট সপ্তাহ সময় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

শুক্রবার (২০ জানুয়ারি) এএসআই’র আইনজীবী হাইকোর্টকে জানান, পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা মতামত জানাতে আরো সময় চেয়েছেন। এএসআই’র আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আরো আট সপ্তাহ সময় মঞ্জুর করেন বিচারপতি জে জে মুনির।

আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন এএসআই’র ডিজিকে এ বিষয়ে লিখিতভাবে মতামত জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, তথাকথিত ‘শিবলিঙ্গে’র বয়স নির্ধারণের জন্য হিন্দু পক্ষের তরফে পরীক্ষার আবেদন জানানো হলেও বারাণসী জেলা আদালত গত ১৪ অক্টোবর তা নাকচ করে দিয়েছিল। মসজিদ চত্বরের ওজুখানায় শিবলিঙ্গের উপস্থিতি দাবি করে তার বয়স জানার জন্য কার্বন ডেটিং পরীক্ষার যে আবেদন জানানো হয়েছিল সিনিয়র বিচারক অজয়কুমার বিশ্বেশ তা খারিজ করে বলেছিলেন, ‘শিবলিঙ্গের অস্তিত্ব খোঁজার জন্য জ্ঞানবাপী চত্বরে কোনো রকম বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ করা যাবে না।’

বিচারক বিশ্বেশের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন লক্ষ্মী দেবীসহ চার আবেদনকারী। তার প্রেক্ষিতে গত ৭ নভেম্বের এএসআই’র মত চেয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। কার্বন ডেটিংয়ের পাশাপাশি, হাইকোর্টের তরফে এএসআইয়ের প্রধানকে নির্দেশ দেয়া হয়েছিল, গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের মাধ্যমে জ্ঞানবাপীর অন্দরে পরীক্ষার জন্য খননকার্য চালানো সম্ভব কি না, তা জানাতে। গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার ব্যবহার করলে প্রাচীন কাঠামোর কোনো ক্ষতির সম্ভবনা আছে কি না, সুনির্দিষ্টভাবে তা জানতে চেয়েছিলেন বিচারপতি মুনির।

২০২১ সালের আগস্টে পাঁচ হিন্দু নারী জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়ে যে মামলা দায়ের করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে মসজিদের অন্দরের ভিডিও সমীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন বারাণসীর নিম্ন আদালতের বিচারক রবিকুমার দিবাকর। এর পরেই হিন্দু পক্ষের তরফে প্রাপ্ত নমুনাগুলোর কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয় গত ২২ সেপ্টেম্বর।

সেই সমীক্ষা ও ভিডিওগ্রাফির কাজ শেষ হওয়ার পরে গত ২০ মে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার শুনানির দায়িত্ব পান বারাণসী জেলা আদালতের বিচারক বিশ্বেশ। পর্যবেক্ষক দলের ভিডিওগ্রাফির রিপোর্টে মসজিদের ওজুখানার পানির আধারে শিবলিঙ্গের মতো আকৃতির যে কাঠামোর খোঁজ মিলেছে, সেটি আসলে ফোয়ারা বলে মুসলিম পক্ষ দাবি করে। অন্যদিকে, হিন্দুপক্ষের তরফে প্রাপ্ত নমুনাগুলোর কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয় গত ২২ সেপ্টেম্বর।

‘শিবলিঙ্গে’র বয়স নির্ধারণে কার্বন ডেটিং পদ্ধতির প্রয়োগ নিয়ে অবশ্য ধন্দ রয়েছে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে। তারা জানাচ্ছেন, কার্বন ডেটিংয়ের মাধ্যমে মূলত জীবাশ্ম বা দেহাবশেষের বয়স নির্ধারণ করা হয়। পরিবেশে কার্বনের সবচেয়ে বেশি যে আইসোটোপ পাওয়া যায় তা হলো কার্বন-১২। সেইসাথে খুব অল্প পরিমাণ কার্বন-১৪-ও পাওয়া যায়। পরিবেশে এই দুই আইসোটোপের অনুপাত প্রায় স্থির।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রাণী বা উদ্ভিদ পরিবেশ থেকে এই দুই ধরনের কার্বন আইসোটোপই গ্রহণ এবং ত্যাগ করে। মৃত্যুর পরে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কার্বন-১২ আইসোটোপের ক্ষয় হয় না। কিন্তু কার্বন-১৪ আইসোটোপ তেজস্ক্রিয়। ৫ হাজার ৭৩০ বছর পরে কার্বন-১৪-এর পরিমাণ অর্ধেক হয়ে যায়। বৈজ্ঞানিক ভাষায় যার নাম ‘হাফ লাইফ’। ফলে প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে মৃত্যুর পরে কার্বনের এই দুই আইসোটোপের অনুপাত বদলায়। কার্বন ডেটিং পদ্ধতিতে সেই পরিবর্তনের হিসাব করে ওই প্রাণী বা উদ্ভিদের মৃত্যুর আনুমানিক সময় নির্ধারণ করা সম্ভব।

কিন্তু পাথর বা শিলার মতো বস্তুর ক্ষেত্রে এভাবে বয়স নির্ধারণ কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। অনেক ক্ষেত্রে কোনো প্রাচীন শিলা বা প্রস্তরখণ্ডের নিচে চাপা পড়ে থাকা প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষ পরীক্ষা করে তার বয়স নির্ধারণের চেষ্টা করা হয়। সে ক্ষেত্রে গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার ব্যবহারেরও প্রচলন রয়েছে। কিন্তু জ্ঞানবাপীর মতো প্রাচীন ওই ঐতিহাসিক কাঠামোর এমন পরীক্ষা উচিত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com