বাংলা সিনেমার নক্ষত্র সালমান শাহ’র মৃত্যুর রহস্য আজও ধোঁয়াশাই রয়ে গেছে। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমা দিয়ে ভক্ত-দর্শকদের হৃদয়ে অতুলনীয় হয়ে আছেন তিনি। তার অস্বাভাবিক এক মৃত্যুতে থেমে যায় এই অমর নায়কের পথচলা। সেটি কি হত্যা, নাকি আত্মহত্যা; সেই জট খোলেনি ২৭ বছরেও। মূলত সেই রহস্যের ওপর ভিত্তি করেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই নির্মাণ করেছে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’।
এতে সালমান শাহ চরিত্রে অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। আলফা-আইয়ের প্রযোজনায় নির্মিত এই সিরিজটি চলতি ফেব্রুয়ারিতে হইচই অ্যাপে মুক্তির কথা রয়েছে। তবে সম্প্রতি প্রকাশ হয়েছে এর ট্রেলার।
শুধু তাই নয়, ‘বুকের মধ্যে আগুন’ নামে ওয়েব সিরিজ নির্মাতা, কলাকুশলী ও অভিনয়শিল্পীদের বিরুদ্ধে অচিরেই ফরমান জারির কথাও জানান নীলা চৌধুরী। আর সেই ফরমান প্রকাশের আগেই সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম গতকাল রোববার একটি লিগ্যাল নোটিশ পাঠান সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে।
নোটিশে বলা হয়, ‘আমার মক্কেলের ভাগনা সালমান শাহকে মৃত অবস্থায় তাহার বাসায় পাওয়া যায়। আমার মক্কেলের ভাগনার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্নভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে তাহা আত্মহত্যা বলিয়া প্রচার করে। এই নিয়ে আমার মক্কেলের দায়েরি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন আছে। আমার মক্কেল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করিতেছেন যে, সম্প্রতি একটি মহল আমার মক্কেলের ভাগনার মৃত্যু রহস্য নিয়ে ধারাবাহিক সিরিজ নির্মাণের পায়তারা করিতেছে। একটি বিচারাধীন বিষয় নিয়ে এহেন সিরিজ নির্মাণ করা আইন সম্মত নহে। তাই যে বা যাহারা সিরিজ নির্মাণের চেষ্টা করিতেছেন, তাহারা এহেন কর্ম হইতে বিরত থাকিবেন। অন্যথায় আমার মক্কেল আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হইবেন।’
এদিকে এই লিগ্যাল নোটিশ প্রসঙ্গে যোগাযোগ করা হয় নির্মাতা তানিম রহমান অংশুর সঙ্গে। এই নির্মাতা বলেন, ‘আমরা এমন কোনো নোটিশ এখনো পাইনি। নোটিশ পেলে বিষয়টি নিয়ে কথা বলব।’