কড়া নাড়ছে ইংল্যান্ড সিরিজ, দিন ফুরোতেই থ্রি লায়ন্সদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। অথচ বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে আয়োজিত এমন একটা ঐতিহাসিক সিরিজের আগেও আলোচনায় সাকিব-তামিম দ্বন্দ্ব। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ছিল এই দু’জনের প্রভাব, হাথুরাসিংহের কাছে ছিল একাধিক প্রশ্ন। তবে এসব নিয়ে তার কোনো মাথাব্যথা নেই বলে জানিয়ে দিয়েছেন টাইগারদের প্রধান কোচ।
হাথুরুসিংহের স্পষ্ট কথা দলের উপর প্রভাব না পড়লে বিষয়টা নিয়ে ভাবনার কারণ নেই। তিনি বলেন, ‘আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে কিংবা একসাথে খাবার খেতে হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত দলের ওপর কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই আর আমি এখানে কোনো সমস্যা দেখছিও না।’
এমন ঘটনা ক্রিকেটে অহরহ জানিয়ে হাথুরু দাবি করেন, দেশের হয়ে খেলার সময় নিজেদে মধ্যকার দ্বন্দ্ব আর মাথায় থাকে না। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি ৭ দিন হয়েছে। আমি এমন কিছু ড্রেসিং রুম ও দলেও ছিলাম, যেখানে সবার সাথে সবার মিলত না। কিন্তু যখন তারা মাঠে নামত, তারা দেশের হয়ে খেলতো। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন।’