জুয়া কোম্পানির জার্সি পরার অস্বীকৃতি জানিয়ে প্রশংসায় ভাসছেন লিজেন্ট লিগে এশিয়া লায়ন্সের অধিনায়ক পাকিস্তানি কিংবদন্তি শহিদ খান আফ্রিদি।
জরিমানার আশঙ্কা সত্ত্বেও আফ্রিদির এরূপ সাহসিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার প্রশংসায় মজেছেন।
মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতারে শুরু হয়েছে লিজেন্ট লিগ। এরই মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচে গৌতম গাম্ভিরের ইন্ডিয়া মহারাজার মুখোমুখি হয়েছিল আফ্রিদির দল এশিয়া লায়ন্স।
ওই ম্যাচে দারুন ব্যাটিং-বোলিংয়ে ইন্ডিয়া মহারাজাকে ৯ রানে হারিয়েছে শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন দল। উদ্বোধনী এই ম্যাচেই জুয়া কোম্পানির জার্সি পরার অস্বীকৃতি জানিয়েছিলেন আফ্রিদি।
উল্লেখ্য, ১০ মার্চ কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে লিজেন্ট লিগ টুর্নামেন্ট। আসরের প্রথম ম্যাচে দুই অধিনায়ক গাম্ভির ও আফ্রিদির টস করার সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রথম ম্যাচে আফ্রিদির দলের হয়ে খেলেছেন বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।
সূত্র : জিও নিউজ