আইরিশদের চেপে ধরেছে টাইগার বোলাররা, শুরু থেকেই আগ্রাসী মেজাজে দেখা গেছে তাদের। ছয় স্লিপ নিয়েও বল করেছেন পেসাররা। সুবাদে লাঞ্চ বিরতির আগেই তুলে নিয়েছে ৩ উইকেট। আইরিশদের সংগ্রহ ২৬ ওভারে ৬৫/৩।
পঞ্চম ওভারে ম্যারি কামিন্সকে শরিফুল ইসলাম এলবিডব্লুর ফাঁদে ফেলেন দলীয় ১১ রানে। ৫ রান করে ফেরেন তিনি। আর দশম ওভারে এসে দলীয় ২৭ রানে দ্বিতীয় উইকেট হারায় আইরিশরা। এবার ফেরেন আরেক ওপেনার জেমস ম্যাককালাম।
ম্যাককালামকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান এবাদত হোসেন। আউট হবার আগে ৩৪ বলে ১৫ রান করেন তিনি। এরপর অধিনায়ক এন্ডি বালবির্নি ও হ্যারি টেক্টর মিলে দলের হাল ধরার চেষ্টা চালান।
সেই চেষ্টা ভেঙে দেন তাইজুল ইসলাম। ২২তম ওভারে দু’জনের ২১ রানের জুটি ভাঙেন এই স্পিনার। ৫০ বলে ১৬ রান করা বালবির্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। তবে বিরতিতে যাবার আগে ১৮ রানে অপরাজিত আছেন টেক্টর।
২৬ ওভারেই দলের ৫ বোলারকে ব্যবহার করেছেন সাকিব আল হাসান। তবে নিজে এখনো আসেননি বোলিংয়ে।