সুবিধাবঞ্চিত মানুষের জন্য সম্প্রতি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন চালু করেছে একটি সুপারশপ। যার নাম দেওয়া হয়েছে ‘হ্যাপিনেস স্টোর’। রাজধানীর মিরপুর বর্ধিত পল্লবীতে অবস্থিত এই বিদ্যানন্দের সুপারশপে ১ টাকায় মুরগি, ৯ টাকায় তেল পাওয়া যায়। ঢাকার গরিব ও অসহায় মানুষদের জন্যই এই শপ।
এই শপে বিক্রয়কর্মীর ভূমিকায় স্বেচ্ছাসেবী হিসেবে কিছুদিন আগেই কাজ করেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবার অংশ নিলেন শবনম বুবলী। আজ মঙ্গলবার বিকেলে এই চিত্রনায়িকা ছুটে যান মিরপুর পল্লবীর ‘হ্যাপিনেস স্টোর’-এ। থাকবেন ইফতার পর্যন্ত।
বুবলী বলেন, ‘এমন একটি ভালো কাজের সঙ্গে থাকতে পেরে বেশ ভালো লাগছে। বিদ্যানন্দের এই সুপারশপটি খুব সাজানো, গোছানো। আর বলা যায়, এখানে নিত্য পণ্য সবই আছে। এত সুন্দর একটি শপ আর উদ্যোগ সত্যি আমাদের মুগ্ধ করেছে।’
এদিকে, ইতিমধ্যেই দেশের বিভিন্ন পণ্য উৎপাদনকারী ও করপোরেট প্রতিষ্ঠানগুলো সাড়া দিয়েছে বিদ্যানন্দের এই অভিনব আয়োজনে। সেসব পণ্যও স্থান পেয়েছে বিদ্যানন্দের এই সুপারশপে। ক্রেতাদের সুবিধার্থে খাবার গ্রহণের জন্য আলাদা ফুড জোন এবং ছোট বাচ্চাদের জন্য কিডস জোনও আছে এই মার্কেটে।