সচেতনতামূলক একটি অনুষ্ঠানের মঞ্চে জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে চুমু খান হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ায়। সেই মামলা থেকে এবার অব্যাহতি পেলেন শিল্পা। গত ৩ এপ্রিল মুম্বাইয়ের অতিরিক্ত দায়রা জজ এসসি যাদব এই রায় দিয়েছেন। খবর প্রকাশ করেছে এনডিটিভি। এইডস নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন শিল্পা ও রিচার্ড গিয়ার। ঘটনাটি ২০০৭ সালের। ভারতের রাজস্থানে সেই অনুষ্ঠানের মঞ্চে শিল্পাকে চুমু খেয়েছিলেন রিচার্ড। এই অভিনেত্রীও তাতে বাধা দেননি। তবে বিষয়টিতে আপত্তি ছিল অনেকের। মিডিয়ায় এটি নিয়ে দীর্ঘদিন লেখালেখি হয়। অশ্লীলতার দায় ওঠে শিল্পার বিরুদ্ধে। এই অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দ-বিধির ২৯২, ২৯৩ এবং ২৯৪ ধারায় মামলা দায়ের হয়।
২০০৭ সালের এই ঘটনা ঘটার পর একই ধরনের আরও দুটি মামলা হয় রাজস্থানে। এ ছাড়া একটি গাজিয়াবাদে। ২০১৭ সালে শিল্পা আর্জিতে জানান, মামলাটির শুনানি যেন মুম্বাই উচ্চ আদালতে হয়। ২৩৯ ও ২৪৫ ধারা অনুযায়ী আবেদন করেছিলেন শিল্পার আইনজীবী মধুকর ডালভি। এর পর গত বছরের জানুয়ারিতে এই মামলার শুনানিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেতকি চাওয়ান জানান, পুলিশের প্রতিবেদন ও নথির ভিত্তিতে তার মনে হয়েছে শিল্পার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। ফলে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে; কিন্তু এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আলওয়ার থানার পুলিশ।