ড. মেহরুজ কামাল
স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের ব্রোকপোর্ট ক্যাম্পাসের কম্প্যুটার সাইন্সের এসোসিয়েট প্রফেসর এবং চেয়ার ড. মেহরুজ কামাল। তিনি ইলিনয় ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে কম্প্যুটার সাইন্সে ব্যাচেলর ও মাস্টার্স করেন। মটোরোলা ইনকে বেশ কিছুদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করার পর তিনি ওমাহার ইউনিভার্সিটি অব নেব্রাস্কা থেকে পিএইচডি করেন।
ড. মেহরুজ কামাল তার ক্লাসে যেসব বিষয় পড়ান তাহলো ফান্ডামেন্টালস অব ইনফর্মেশন সিস্টেমস, ইনফর্মেশন টেকনোলজি টুলস, এনালিসিস এন্ড লজিক্যাল ডিজাইন অব ইনফর্মেশন সিস্টেমস, লাইফ ইন দ্য ডিজিটাল এজ, প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড প্র্যাকটিস, ইলেক্ট্রনিক কমার্স সিস্টেমস, ইনফর্মেশন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট।
ড. কামাল জানান, শিক্ষাদান তার আনন্দের বিষয়। তিনি বিভিন্ন স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক আইটি বিষয়ক কনফারেন্সে যোগদান করেছেন। তার অপর আগ্রহের জায়গা গবেষণা।
ড. এম.এ. করিম
জর্জিয়ার কেনেসা স্টেট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. এম.এ. করিম। তিনি এনভার্নমেন্টাল ইঞ্জিনিয়ারিংএ বিশেষজ্ঞ। বিশেষ করে মাটি ও একে দূষিতকরণ থেকে রক্ষাসহ এনভার্নমেন্টাল ম্যানেজমেন্ট ও ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ে তিনি আগ্রহী।
ড. এম.এ. করিম বুয়েট থেকে ১৯৮৯ ও ১৯৯২ সালে যথাক্রমে বিএসসি ও এমএসসি করেন সিভিল ইঞ্জিনিয়ারিংএ। এরপর তিনি বুয়েটেই ফ্যাকাল্টি হিসাবে যোগ দেন। এ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকাকালে তিনি আমেরিকায় ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে সিভিল ও এনভার্নমেন্টাল ইঞ্জিনিয়ারিংএ পিএইচডি করতে আসেন। ২০০০ সালে পিএইচডি শেষে তিন বছর ওহায়োর টুইন্সবার্গে অলটেল ইনফর্মেশন সার্ভিসে কাজ করেন। পরবর্তী ৮ বছর ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এনভার্নমেন্টাল কোয়ালিটিতে সিনিয়র এনভার্নমেন্টাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করার পাশাপাশি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে এফিলিয়েট প্রফেসর হিসাবে শিক্ষাদান করেন। ২০০৮ সালে ট্রাইন ইউনিভার্সিটিতে ফুলটাইম এ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যোগ দেন। এর পাশাপাশি তিনি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ও ফোর্টওয়েনের পারড্যু ইউনিভার্সিটিতে অনলাইনে ক্লাস নেন। এছাড়াও তিনি ভার্জিনিয়ার রিচমন্ডে অবস্থিত স্ট্র্যাটফোর্ড ইউনিভার্সিটিতে এডজাংক্ট প্রফেসর হিসাবে পড়ান। ২০১৫ সাল থেকে তিনি ম্যারিয়েটার তৎকালীন সাদার্ন পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটি বর্তমান কেনেসা স্টেট ইউনিভার্সিটিতে ফুল টাইম ফ্যাকাল্টি হিসাবে শিক্ষকতা করছেন।
ড. শিবা কর
ইউনিভার্সিটি অব ইলিনয়ের আরবানা-শ্যাম্পেইনের নেচারাল রিসোর্সেস, এনভার্নমেন্ট এন্ড এনার্জির এ্যাসিস্ট্যান্ট ডিন ড. শিবা কর এর আগে ৭ বছরের বেশি সময় ইউনিভার্সিটি অব উইসকনসিনের স্টিভেন পয়েন্ট ক্যাম্পাসের ফুল টাইম এসোসিয়েট প্রফেসর ছিলেন। তার আগে ৬ বছর তিনি এই ইউনিভার্সিটির নেচারাল রিসোর্সেস ডিপার্টমেন্টে এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত ড. শিবা কর ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির রিজওনাল এক্সটেনশন স্পেশালিস্ট ছিলেন।
ড. শিবা কর চট্টগ্রাম ইউনিভার্সিটি সাইন্স ফরেস্ট্রিতে ব্যাচেলর করেন ১৯৯৫ সালে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এনভার্নমেন্টাল ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্টে এমএসসি করেন। ২০১০ সালে তিনি পেন স্টেট ইউনিভার্সিটি থেকে ফরেস্ট রিসোর্সেসে ডক্টরেট করেন।