বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

উপদেষ্টা ফারুকীর অপসারণ চেয়ে একাই সড়কে নামলেন মহিলা দলের নেত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৫৩ বার

অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ তিন উপদেষ্টার অপসারণের দাবিতে এবার একাই সড়কে কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি।

আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় গলায় ব্যানার নিয়ে তাকে একাই হাঁটতে দেখা যায়।

ওই রঙিন ব্যানারে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর মোস্তফা সরয়ার ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারণ চাই।’ তবে অপর দুই উপদেষ্টার নাম তার ব্যানারে লেখা ছিল না।

প্রতিবাদী ওই ব্যানারটি নিয়ে তাকে প্রথমে মহানগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে দেখা যায়। সোখানে কিছু মুহূর্ত দাঁড়ানোর পর হেঁটে তিনি জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর পর্যন্ত যান।

প্রতিবাদী ব্যানারটি সাধারণ মানুষের সমানে প্রদর্শনের পর বড় মসজিদ চত্বরে দাঁড়িয়ে সেটিতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন তিনি।

এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রাজশাহী মহিলা দল নেত্রী রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘বরাবরই উপদেষ্টা পরিষদ গঠন এবং নিয়োগে রাজশাহীসহ গোট উত্তরাঞ্চলই বঞ্চিত হয়েছে। এখানকার কাউকেই অন্তর্বর্তী সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়নি। এই অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি?’

তিনি আরও বলেন, ’২৪-এর জুলাই আন্দোলনে এই উত্তরাঞ্চলেই আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। অথচ এখানে কোনো উপদেষ্টা নেই। এর ওপর আবার আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা করা হয়েছে। যা মেনে নেওয়া সম্ভব নয়। তাই উপদেষ্টাদের মধ্যে নতুন তিনজনকেই অপসারণ করার দাবি জানান এই রাজশাহী মহিলা দলের এই নেত্রী।’

এর আগে সরকারি ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী শাখার আন্দোলনকারীরা। গতকাল সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর তালাইমারি মোড়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেন আন্দোলনকারীরা ছাত্ররা।

প্রসঙ্গত, উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূকের কাছে আজ মঙ্গলবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com