সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৫৪ বার

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে ধর্ষণ মামলায় নবম দফায় সাক্ষ্যগ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য চারজনকে সমন দেয়া হয়েছে। এদের মধ্যে মামলার বাদি, মামুনুল হকের তথ্যমতে দ্বিতীয় স্ত্রী, জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমানসহ চারজন সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।

দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ হবে। এরপর তাকে আবার কাশিমপুর কারাগারে নেয়া হবে। তার বিরুদ্ধে সর্বশেষ ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ হয়েছিল।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, ‘আমরা সাক্ষ্যগ্রহণের জন্য প্রস্তুত আছি।’

নারায়ণগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, আজ (মঙ্গলবার) মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের কথা আছে।

২০২১ সালের ২৪ নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতিতে দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সাক্ষ্য নেয় আদালত। একই সাথে ওই বছরের ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় বিচারকাজ শুরুর আদেশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com