‘আমার রিকুয়েস্ট হচ্ছে অন্য। কে আন্ডারওয়্যার পরে বড় হয়েছে ,আর কে হয়নি সেটাও দেখতে হবে’ বলে মন্তব্য করেছেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
ঘটনার সূত্রপাত বাফুফের নির্বাহী কমিটির সভা শেষের সংবাদ সম্মেলনে। যেখানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পূর্বে নিজেদের মাঝে কথা বলছিলেন কাজী সালাহউদ্দিন ও কাজী নাবিল আহমেদ। দু’জনে নিচু স্বরে কথা বললেও তা অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই রেকর্ড হয়ে যায় সামনে থাকা সাংবাদিকদের রেকর্ডারে।
যেখানে সালাউদ্দিন বলছিলেন, ‘সাংবাদিকরা এখানে ঢুকতে গেলে তাদের বাপ-মার ছবি দিতে হবে। আরেকটি কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাবে, জুতা পরা। এটা হতে হবে মেন্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
সালাউদ্দীনের ওই কথার জবাবে কাজী নাবিল যা বলেছিলেন, তা রীতিমতো সাংবাদিক সমাজের জন্য অপমানজনক। সাংবাদিকদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কাজী নাবিল আহমেদকে অশ্লীল এক মন্তব্য করতে শোনা যায়, যেখানে তিনি বলছিলেন, ‘আমার রিকুয়েস্ট হচ্ছে অন্য। কে আন্ডারওয়্যার পরে বড় হয়েছে ,আর কে হয়নি সেটাও দেখতে হবে।’
এদিকে কিছুদিন আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা কর্তৃক নিষিদ্ধ হন বাফুফের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বিষয়টি অধিকতর তদন্তের জন্য বাফুফে কর্তৃক যে তদন্ত কমিটি গঠণ করা হয়, তার প্রধানের দায়িত্ব পালন করছেন সাংবাদিকদের আন্ডারওয়্যার দেখতে চাওয়া কাজী নাবিল আহমেদ।