নিউইয়র্ক সিটিতে ইঁদুরের উপদ্রব দমনে বিশাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর তা করতে গিয়ে দেড় লাখ পার্কিং স্পট বিলীন হয়ে যেতে পারে।
নগরীর ১.৬ মিলিয়ন ডলারের আবর্জনা ব্যবস্থাপনা পরিকল্পনায় রাস্তাগুলোতে বিশাল বিশাল কন্টেইনার স্থাপন করা হবে। আর এগুলো স্থাপন করতে গিয়ে পার্কিং স্পটগুলো আর থাকবে না।
সবচেয়ে বেশি পার্কিং স্পট বিলীন হবে ম্যানহাটানের ১১০তম স্ট্রিটে। সেখানকার ২৫ ভাগ পার্কিং স্পটই হাওয়া হয়ে যেতে পারে মনে করছে ডিপার্টমেন্ট অব স্যানিটেশন।
ডিএসএনওয়াই কমিশনার জেসিকা টিসচ বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের নগরীর রাস্তা ও পাবলিক স্পেসগুলোতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
ইঁদুর দমনে যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার অন্যতম বিষয় হলো, এই প্রাণিগুলো যাতে আবর্জনার ওপর চলাফেরা করতে না পারে, তার ব্যবস্থা করা। এছাড়া তাদের খাবারের উৎস হ্রাস করাও রয়েছে এই পরিকল্পনার অংশ। আর এ কারণে ঢাকনা দেওয়া কন্টেইনার স্থাপন করা হবে।
তবে এই পরিকল্পনা বাস্তবায়নে আউটডোর ডাইনিং এবং বাইক-শেয়ার প্রোগ্রাম থেকে বাধা আসতে পারে।
উল্লেখ্য, করোনা মহামারির সময় ৮,৫৫০টি পার্কিং স্পট দখল করে নিয়েছিল আউটডোর ডাইনিং। আর সিটিবাইক ডকিং স্টেশনগুলো ছিনিয়ে নিয়েছিল ৬,১০০ পার্কিং স্পেস।
তবে ইঁদুর দমনে নতুন উদ্যোগটির ব্যাপারে অনেকেই আশাবাদী। একই ধরনের কর্মসূচি আমস্টারডাম, বার্সেলোনা ও সিঙ্গাপুরে সফল হয়েছিল বলে সমীক্ষায় দেখা গেছে।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ইঁদুর দমনে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি এই নোংরা প্রাণিটি ধ্বংস করার জন্য গত মাসে প্রথমবারের মতো নগরীর ‘র্যাট জার’ নিয়োগ করেছেন।