বড় ধরনের সঙ্কট এড়াল যুক্তরাষ্ট্র। দেশটিতে হাউসের পর মার্কিন সেনেটেও ঋণসীমা তুলে দেওয়া সংক্রান্ত বিল পাস হয়েছে। এর মাধ্যমে আর্থিক সংকটের হাত থেকে বাঁচল যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও রয়টার্সের।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের বেঁধে দেওয়া সীমা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার বছরে ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার নিতে পারে। ওই সীমা আপাতত স্থগিত করার প্রস্তাব বৃহস্পতিবার সেনেটের অনুমোদন পেয়েছে।
এর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি অবিলম্বের ওই বিলে সই করবেন, যাতে তা আইনে পরিণত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। এরপর গতকাল বৃহস্পতিবার উচ্চকক্ষ সেনেটের ১০০ সদস্যের চেম্বারে প্রস্তাবটি ৬৩-৩৬ ভোটে পাস হয়। এর মাধ্যমে বড় ধরনের হাফ ছেড়ে বাঁচল যুক্তরাষ্ট্র।
এর আগে মার্কিন অর্থ মন্ত্রণালয় সতর্ক করে, কংগ্রেস যদি ৫ জুনের আগে সিদ্ধান্তে না আসতে পারে, তাহলে তারা ওই দিন থেকে আর কোনো সরকারি বিল পরিশোধ করতে পারবে না।
গত কয়েক মাস ধরেই এই বিল নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মতবিরোধ চলছিল। সেনেটে ডেমোক্র্যাট নেতারা বলেছেন, তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য না থাকার জন্য এই সংকট তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন এ বিলে বলা হয়েছে, আগামী দুই বছরের জন্য ঋণ নেয়ার ক্ষেত্রে কোনো সীমা থাকবে না। ২০২৫ পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর হবে।