মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আচমকাই অঘটন ঘটে সেটে। অভিনয় করতে গিয়েই আঘাত পান শাহরুখ। শুরু হয় নাক দিয়ে রক্তপাত। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সাথে সাথে একটি ছোট অস্ত্রোপচার করা হয় তার। সূত্রের খবর, চিন্তার কোনো কারণ নেই। অস্ত্রোপচারের পর দেশে ফিরেছেন অভিনেতা। এই মুহূর্তে নিজের বাড়ি মান্নতে রয়েছেন তিনি।
শাহরুখ বেশ কয়েক দিন ধরেই ভারতের বাইরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে চলছিল শুটিং। যদিও কোন ছবির সেটে এমন দুর্ঘটনা ঘটে, তা জানা যায়নি। শাহরুখের ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা যাচ্ছে, সেটে আচমকা আঘাত পান শাহরুখ। নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় তার। এক মুহূর্তও দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারও করা হয় অভিনেতার। আপাতত নাকে ব্যান্ডেজ লাগানো রয়েছে অভিনেতার। অনেকটা ঠিক তার আসন্ন ছবি ‘জওয়ান’-এর পোস্টারের মতোই। যদিও অভিনেতা কিংবা তার টিমের তরফে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।
দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন শাহরুখ। রোম্যান্সের খোলস ছেড়ে ভরপুর অ্যাকশনে মন দিয়েছেন শাহরুখ। ‘পাঠান’-এর পর মুক্তি পেতে চলেছে তার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। সেখানেও পুরোদস্তুর অ্যাকশন অবতারেই দেখা যাবে শাহরুখকে। এই মুহূর্তে জোরকদমে চলেছে ‘জওয়ান’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। এবং টুকটাক কিছু প্যাচ শুট। সেই রকমই কি কোনো দৃশ্যের শুট করতে আমেরিকা উড়ে গিয়েছিলেন শাহরুখ? আর সেখানেই ঘটল বিপত্তি? কোনো প্রশ্নের জবাব আপাতত মিলছে না।
এখন যেকোনো বড় বাজেটের ছবির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বিদেশ থেকে অ্যাকশন ডিরেক্টর আসেন। পুরোপুরি প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদাররা সারা ক্ষণ সেটেই থাকেন। তবুও টুকটাক বিপত্তি ঘটতে থাকে ভারতীয় ছবির সেটে। কয়েক মাস আগে নাগ অশ্বিন পরিচালতি ‘প্রজেক্ট কে’ ছবির সেটে গুরুতর চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। শুটিং বন্ধ রেখে সম্পূর্ণ সুস্থ হতে তিনি কিছু দিন সময়ও নিয়েছিলেন।
ভারতীয় শুটিং ফ্লোরের তুলনায় স্টান্ট করার নিরাপত্তা ব্যবস্থা হলিউডে আরো উন্নত হতে পারে বলেই ধরে নেন অনেকে। পরিকাঠামো সেখানে আরো ভালো হবে, তেমন আশা করেই বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং বাইরে হয়। কিন্তু সে সব সত্ত্বেও দুর্ঘটনার কবলে পড়েছেন বাদশাহ। এমনিতে তিনি নিজের স্টান্ট নিজেই করেন। এবং যেকোনো দৃশ্যের জন্য যথেষ্ট নিষ্ঠা ভরে বহু দিন ধরে প্রস্তুতিও নেন। তবে এই দুর্ঘটনা কোনো অ্যাকশন দৃশ্যের শুটে ঘটেছে না কি সাধারণ কোনো দৃশ্যের শুটিংয়েই চোট পেলেন বাদশাহ, তা এখনই বোঝা যাচ্ছে না।
সূত্র : আনন্দবাজার পত্রিকা