দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে আনে সমতা। তৃতীয় ম্যাচ প্রোটিয়ারা জেতার পর চতুর্থ ম্যাচে জয় দিয়ে আবারও সমতা আনে বাংলাদেশ।
তবে সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচে জয়-পরাজয়ের সেই ধারাবাহিকতা আর থাকল না। এই ম্যাচেও জয় তুলে নিল যুবা টাইগাররা। সিলেটে আফগানিস্তানের বিপক্ষে মূল দলের সিরিজ জয়ের পর রাজশাহীতে সিরিজ জিতে নিল অনূর্ধ্ব-১৯ দলও।
রাজশাহীর দেওয়া ২১১ রানের লক্ষ্যে প্রথম ৪৮ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েন ওপেনার আদিল বিন সিদ্দিক এবং আসরজুড়ে ফর্মে থাকা আরিফুল ইসলাম। ১৩৫ রানের মাথায় আদিলের বিদায়ের পর দেখা যায় ছন্দপতন। ১৮৯ রান তুলতে আরও ৭ উইকেট হারায় বাংলাদেশ।
জয়ের থেকে ২২ রান দূরে, হাতে মাত্র ৩ উইকেট। কঠিন হয়ে যাওয়া ম্যাচকে সহজ করে দেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি এবং রাফি উজ্জামান রাফি। অপরাজিত ২২ রানের জুটি গড়েন তারা।
এর আগে প্রথমে ব্যাট করা প্রোটিয়াদের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরি করেন ডেভিড টিগার (৬৩)। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে অধিনায়ক জুয়ান জেমসের ব্যাটে।
৪৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার অধিনায়ক রাব্বি। দুইটি করে উইকেট নেন রোহানাত দৌলাহ বর্ষন, রিজান হোসেন এবং রাফি। ৬ ওভার বল করে ১টি উইকেট পেলেও মাত্র ১৮ রান দিয়েছেন আরিফুল। ম্যাচসেরাও হয়েছেন তিনি। সিরিজসেরা রাফি।