১৪তম ওভারের চতুর্থ বল, আক্রমণে বাংলাদেশ ‘এ’ দলের স্পিনার রাকিবুল হাসান। ভারত ‘এ’ দলের ওয়ান ডাউন ব্যাটসম্যান নিকিন জোস ব্যাটে-বলে করতে না পারায় বল চলে যায় উইকেটের পেছনে। সঙ্গে সঙ্গে স্ট্যাম্পিং করে দেন বাংলাদেশের উইকেটরক্ষক আকবর আলী। এরপর প্রথমবার উইকেটের আনন্দ উদযাপন করেন বাংলাদেশের খেলোয়াড়রা।
তবে, খালি চোখে দেখে সিদ্ধান্ত নেওয়া স্প্যাম্পিংয়ের ক্ষেত্রে খুব একটা সহজ কাজ নয়। তাই তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হলেন মাঠের আম্পায়াররা। বেশ কয়েকবার বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে প্রথম আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার ফয়সাল আফ্রিদি। নিকিন জোসও মাঠ ছেড়ে বের হতে উদ্যত হন। দ্বিতীয়বারের মতো উদযাপন করেন রাকিবুল-সাইফ হাসানরা।
এশিয়ান ইমার্জিং কাপের সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করছে ভারত। অষ্টম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় দলটি। দলীয় ২৯ রানে দলটির ওপেনার সাই সুধারসনকে দারুণ এক বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। এরপর ৪৬ রানের জুটি গড়েন আরেক ওপেনার অভিষেক শর্মা ও নিকিন।
দলীয় ৭৫ রানের মাথায় সাইফ হাসানের বলে ফেরেন নিকিন। জাকির হাসানের ক্যাচে ১৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন জীবন পাওয়া এই ব্যাটার। আর ৪ রান যোগ হতেই রাকিবুলের বলে ফেরেন অভিষেক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮২ রানে ব্যাট করছে ভারত।