বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আউট হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। সে সময় আম্পায়ার তানভীর আহমেদকে উদ্দেশ্য করেও কিছু বলতে দেখা যায় তাকে। পরে ম্যাচ শেষেও আম্পায়ারদের কড়া সমালোচনা করেন। ট্রফি নিয়ে ফটোসেশন করার সময়ও করেন ‘উদ্ভট’ আচরণ। এসব কারণে এবার শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।
জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির আচরণবিধির লেভেল ২ ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত হতে যাচ্ছেন হারমানপ্রীত। জানা গেছে, ম্যাচ রেফারি আখতার আহমেদ ভারত অধিনায়ককে মাঠে স্টাম্প ভাঙার জন্য তিন ডি মেরিট পয়েন্ট এবং ম্যাচ শেষে প্রকাশ্যে আম্পায়ারদের সমালোচনা করার জন্য ১ ডি মেরিট পয়েন্ট দেওয়ার জন্য বলেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিই দিবে। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে কথা বলেছে বিসিসিআইও।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে যদি কোনো খেলোয়াড় চার ডি মেরিট পয়েন্ট পায়, তাহলে তাকে ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এক্ষেত্রে দোষী ওই খেলোয়াড়কে ১টি টেস্ট অথবা সাদা বলের ২ ম্যাচে নিষিদ্ধ করা হয়। হারমানপ্রীত নিষিদ্ধ হতে পারেন সাদা বলের ক্রিকেট থেকেই। কারণ আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত।
ব্যাট বা লাথির মাধ্যমে স্ট্যাম্পে আঘাত করার ঘটনা ক্রিকেটে খুব একটা ঘটে না। কাকতালীয়ভাবে, এর আগের ঘটনাও বাংলাদেশেই ঘটেছিল। ২০২১ সালে আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের একটি টি-টোয়েন্টি ম্যাচে একই কাণ্ড করেন সাকিব। সেজন্য তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ এবং ৫ হাজার ৮০০ ডলারের মতো জরিমানা করা হয়।