ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। যা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। আর সগৌরবে চলছে দেশের সিনেমা হলগুলোতে। তবে সম্প্রতি ‘সুড়ঙ্গ’তে হানা দিয়েছে পাইরেসি। যার হল প্রিন্ট ছড়িয়ে পড়েছে অনলাইনে।
‘সুড়ঙ্গ’ পাইরেসি হওয়ার বড় একটি কারণ জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘সিনেমাটি পাইরেসি হয়েছে বাংলাদেশ থেকে। এটা জানতে পেরেছি “সুড়ঙ্গ”র সঙ্গে জড়িত একজন সুমিত অন্তর রায়ের পোস্ট থেকে। এটা অত্যন্ত দুঃখজনক। কারণ “সুড়ঙ্গ” ছবিটা এখনো সব হলে রিলিজ হয় নাই। বলতে গেলে, বেশিরভাগ হলেই এখনও রিলিজ বাকি। যেহেতু পাইরেসি হয়ে গেছে, এখন আর বুকিং থেকে তেমন একটা টাকা আসবে না। এতে সিনেমার প্রযোজক অনেকখানি ক্ষতির সম্মুখীন হবে। আমাদের ধারনা অন্তত ১ কোটি টাকার বেশি ক্ষতি হবে।’
এই প্রযোজকের কথায়, ‘সিনেমাটি অল্প কয়টা হলে রিলিজ হয়েছে, অন্যদিকে “প্রিয়তমা” ১০০’র বেশি হলে রিলিজ হয়েছে। কিন্তু “প্রিয়তমা” পাইরেসি হয় নাই বা গত ৫ বছরে কোনো সিনেমা হল থেকে পাইরেসি হয় নাই। তাহলে “সুড়ঙ্গ” কেন পাইরেসি হলো?’
‘সুড়ঙ্গ’ পরিবেশনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির প্রসঙ্গ টেনে আব্দুল আজিজ বলেন, ‘এটি হয়েছে কারণ “সুড়ঙ্গ” জাজের সার্ভারে রিলিজ হয় নাই। অন্য নতুন এক কোম্পানির সার্ভারে রিলিজ হয়েছে। জাজের সার্ভার থেকে কেউ কপি করেতে পারে না। জাজের সার্ভারে একবার এনক্রিপ্টেড হয়ে গেলে জাজের পক্ষেও কপি করা সম্ভব না। যদি কেউ কপি করতে পারে, তাহলে তাকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা আমরা আরও ৭ বছর আগেই দিয়ে রেখেছি। আর হল থেকে ভিডিও রেকর্ডিং হলে, সেই হলের নাম চলে আসবে। তাই জাজের সার্ভারে চলা কোনো সিনেমা হল কর্তৃপক্ষ পাইরেসি করতে দিবে না।’
সবশেষে তিনি জানান, ‘সুড়ঙ্গ পাইরেসি’র পেছনে কোনো হল কর্তৃপক্ষ দায়ী! আর জাজ পাইরেসি ব্লক করেছে, টেকনোলজি দিয়ে। চোরের বা পাইরেসির পিছনে দৌড়ে নয়।’
উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন টিভির জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সিনেমায় তার বিপরীতে আছেন তমা মির্জা। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিলসহ অনেকে। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।