শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

বিএনপির অবস্থান : ঢাকার প্রবেশপথে সতর্ক অবস্থানে পুলিশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৪৪ বার
ছবি - নয়া দিগন্ত

রাজধানীতে প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে বলে ঘোষণা দেয় বিএনপি।

শনিবার (২৯ জুলাই) রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ শনির আখড়া, উত্তরা, আমিনবাজার-গাবতলী এলাকায় সকাল থেকে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে গতকাল শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রাজধানীর প্রবেশ দ্বারে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারটি প্রবেশপথ উত্তরা, গাবতলী, নয়াবাজার এবং যাত্রাবাড়ীর দনিয়ায় পাঁচ ঘণ্টার এ কর্মসূচি পালন করবে বিরোধী দলটি।

অন্যদিকে, গত রাতেই শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচি ঘোষণা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ওই চারটি প্রবেশ মুখে সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারাও। তবে জনদুর্ভোগ সৃষ্টি হবে এই কারণে কোনো দলকেই কর্মসূচির অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শেষ পর্যন্ত ঘোষিত কর্মসূচি পালনে অনড় বিএনপি। পুলিশ অনুমতি না দেয়ায় কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছে আওয়ামী লীগ।

এদিকে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ মোট ৩৬টি দলও আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে। এ ছাড়া গণঅধিকার পরিষদের দুই অংশ ও এবি পার্টি একই কর্মসূচি পালন করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com