আগামীকাল সোমবার শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে হবে এই শান্তি সমাবেশ। বিএনপির পক্ষ থেকে সোমবার সারা দেশে জনসমাবেশ করার ঘোষণার পর আওয়ামী লীগ ঢাকায় এই শান্তি সমাবেশের ঘোষণা দিলো। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ হবে এর আয়োজক।
এর আগে শনিবার বিকেলে আওয়ামী লীগ রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। এ ঘোষণার ঘণ্টা দুয়েক পর সোমবার (৩১ জুলাই) সারা দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু তারপর একই দিন শান্তি সমাবেশের কথা ঘোষণা করল আওয়ামী লীগ।
উল্লেখ্য, শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আগামীকাল (রোববার) জনসমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু জানতে পেয়েছি আগামীকাল আওয়ামী লীগ জনসমাবেশের ঘোষণা দিয়েছে। তাই আমরা সংঘাত এড়াতে পরের দিন অর্থাৎ ৩১ জুলাই কর্মসূচি ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি, আমাদের গণতান্ত্রিক এ আন্দোলনে বাধা দিবে না সরকার।’
এর আগে শনিবার (২৯ জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার (৩০ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, যা আশঙ্কা করেছিলাম সেটাই এখন সত্যি হলো। তাদের আন্দোলনের এক দফা হলো অগ্নিসন্ত্রাস। ২০১৩/১৪ সালের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়েছে।