বাংলাদেশের ক্রিকেট পাড়ায় ঘুরেফিরে মুখে মুখে প্রশ্ন এখন একটাই, ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব উঠছে কার কাঁধে? তামিম ইকবাল অব্যাহতির নেয়ার পর প্রায় ১০ দিন কেটে গেছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি। ফলে নানান জল্পনাকল্পনা চলছেই নিয়মিতভাবে।
সামনে বিশ্বকাপ, দোরগোড়ায় এশিয়া কাপ; তবে এখনো অধিনায়ক নির্বাচনে নানা টানাপোড়েনে বিসিবি। যদিও সংক্ষিপ্ত একটা তালিকা দিয়ে রেখেছে তারা৷ যেখানে সাকিব আল হাসান, মেহেদী মিরাজের সাথে আছেন লিটন দাসও।
কয়দিন আগে বিসিবি জানিয়েছিল, এই তিনজনের সাথে কথা বলেই জানানো হবে নতুন অধিনায়কের নাম। বিসিবি থেকে এর কোনো আপডেট না পেলেও আজ বৃহস্পতিবার একটি স্পন্সর প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন লিটন। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয় অধিনায়কত্ব ইস্যুতে বোর্ডের সাথে কথা হয়েছে কিনা?
সহজ প্রশ্নে কৌশলী উত্তর দিয়েছেন লিটন দাস। পুরো ভারটা ছেড়ে দিয়েছেন বিসিবির ওপর। বললেন আর কিছুদিন অপেক্ষা করতে৷ লিটন বলেন, ‘দেখেন এ জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। এক-দুই দিনের ভেতরে আপনারা হয়তো খবরটা পেয়ে যাবেন।’
একজন পেশাদার ক্রিকেটার পরিচয় দিয়ে লিটন আরো বলেন, ‘আমি বলার চেয়ে আপনারা বোর্ডের থেকে তথ্য পেলে খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিৎ হবে না। যেহেতু আমি বোর্ডের কর্মী, আমি বোর্ডের কাছ থেকে পারিশ্রমিক পাই। তো আমার মনে হয় এ জিনিসগুলোর জন্য আপনারা একটু অপেক্ষা করেন।’
আন্তর্জাতিক ক্রিকেটে লিটন কাটিয়ে ফেলেছেন ৮ বছর। নিশ্চিতভাবেই তার কাছে প্রত্যাশার জায়গা বেশি। সেটা তিনিও বোঝেন। এই প্রসঙ্গে বললেন, ‘অনেকদিন ধরেই ক্রিকেট খেলছি, দল আমার কাছে অনেক কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দিই। আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করবো।’