বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছেন তুর্কি বংশোদ্ভূত বিশ্বকাপজয়ী সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল। তিনি যেকোনো পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
গত শুক্রবার পবিত্র জুমার দিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট করেন ওজিল। সেখানে সবাইকে জুমার শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি এ আহ্বান জানান।
ওই পোস্টে মেসুত ওজিল বলেন, ‘দুঃখিত হবেন না। এই দুনিয়ার বেদনা ক্ষণস্থায়ী। সবকিছু ধৈর্যের সাথে সামাল দিন।’
তার মতে- ধৈর্য অবলম্বন করলে তার ফলাফল পাওয়া যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘(যদি ধৈর্য ধারণ করেন) তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য আরো বড় পুরস্কার অপেক্ষা করছে।’
‘আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’ লিখে ওজিল তার ওই পোস্ট সমাপ্ত করেন।