দেশকে বিশ্বকাপ জেতানোর ঠিক পরেই পেলেন দুঃসংবাদ। বাবাকে হারালেন স্পেনের অধিনায়ক ওলগা কারমোনা। রোববার তার গোলেই ইংল্যান্ডকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় স্পেন। এই গোলের ঠিক পরেই মারা যান কারমোনার বাবা।
তবে তখনই খবরটি পাননি। শিরোপা জয়ের পরেই বাবার মৃত্যুসংবাদ পান কারমোনা। ভেঙে পড়েন। সমাজমাধ্যমে লেখেন, ‘জানতামই না আজ জীবনে কী ঘটতে চলেছে। সেটা না জেনেই ফাইনালে খেলতে নেমেছিলাম। জানি, আজ যে কীর্তি গড়লাম, তার পিছনে তুমিই শক্তি। জানি, উপর থেকে তুমি আমাকে এখন দেখছ। আমার জন্য গর্ব অনুভব করছ।’
২৩ বছর বয়স্কা কারমোনা খেলার ২৯ মিনিটের সময় গোলটি করেছিলেন। আর এই গোলই জয়-পরাজয় নির্ধারণ করে দেয়। স্পেন প্রথমবারের মতো নারীদের বিশ্বকাপ জয়লাভ করে।
সূত্র : মিরর ও আনন্দবাজার পত্রিকা