সরকার পতনে একদফা দাবিতে বিএনপির তিন সহযোগী সংগঠন ২ দিনের তারুণ্যের রোডমার্চ কর্মসূচির ঘোষণা করেছে।
আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশমাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু এ কর্মসূচি ঘোষণা করেন।
বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সুলতান সালাউদ্দীন টুকু বলেন, এ তারুণ্য রোডমার্চে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, বিগত ১৫ বছর এদেশের প্রায় ৪ কোটি তরুণ ভোটার ভোট দিতে পারেনি, ২০১৪ও ২০১৮ সালে এ সরকার ভোট ডাকাতির মাধ্যমে তারুণের ভোটাধিকার হরণ করা হয়েছে। ৫০ লাখ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এ সরকার।
তিনি বলেন, দেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রীকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না, অথচ সরকারের শীর্ষ সন্ত্রাসী পুরান ঢাকার হাজী সেলিম মামলায় থাকা অবস্থায়ও বিদেশে চিকিৎসা করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।
এছাড়া যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।