আজ মতিঝিল শাপলা চত্বর এলাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি পায়নি দলটি। এজন্য আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হয়েছে হাজার হাজার জামায়াত নেতা-কর্মী।
জানা গেছে, শাপলা চত্বর এলাকায় মহাসমাবেশ করতে ইতোমধ্যে আরামবাগ এলাকায় ব্যারিকেড সামনে স্লোগান দিয়ে যাচ্ছেন জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ওই এলাকাজুড়ে বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি।
এদিকে দেখা গেছে, আরামবাগ মোড়ে পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ছেয়ে গেছে।
জামায়াতের অবস্থান নিয়ে মতিঝিলে কথা বলেছেন পুলিশের সিটিটিসি প্রধান আসাদুজ্জামান। তিনি বলেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি, তারপরও সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, শাপলা চত্বরে জামায়াতের মহাসমাবেশ সফল করতে আমরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি।
নূরুল ইসলাম বুলবুল বলেন, আগামীকাল রাজধানীর শাপলা চত্বরে, বেলা ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইতোমধ্যে আমরা মহাসমাবেশ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ মহাসমাবেশে রাজধানীর সকল শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে নগরবাসীকে দলে দলে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আশা করছি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি ঐতিহাসিক মহাসমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ।