শনিবার দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজার থেকে আওয়ামী লীগের একটি পিকআপ গুলিস্তানের দিকে যাওয়ার সময় কাকরাইল মোড়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। দুই পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়।
সংঘর্ষের ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, আজ শনিবার বেলা দুইটার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং একই সময়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার রাত থেকেই নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিতে শুরু করেছেন। আজ সকালে বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতা-কর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেছেন।