ইয়েমেনর হাউছিরা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার তারা ইয়েমেনে তাদের রাজধানী সানা থেকে ইসরাইলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। নিজেদের অবস্থান থেকে এক হাজার মাইলের বেশি দূরত্ব থেকে এই হামলা যুদ্ধটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করেছে।
ইরান-সমর্থিত ‘এক্সিস অব রেসিস্ট্যান্স’-এর অংশবিশেষ হাউছিসরা ৭ অক্টোবর থেকেই গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি সমর্থন দিয়ে আসছে। উল্লেখ্য, হাউছিরা ইয়েমেনে সৌদি সমর্থিত জোটের বিরুদ্ধে আট বছর ধরে লড়াই করছে। এখন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে তারা নতুন ফ্রন্ট খুলল।
হাউছি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেন, তারা ইসরাইলের দিকে ‘বিপুলসংখ্যক’ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। তারা দাবি করেছে, ‘ফিলিস্তিনিদের জয় সহায়তা করার জন্য’ তারা এ ধরনের হামলা আরো করবে।
ইসরাইলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি বলেছেন, হাউছি হামলা অসহ্যকর। তবে তিনি ইসরাইলের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
এদিকে ইসরাইলি মিডিয়া জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে, তাদের অ্যারো বিমান প্রতিরক্ষাব্যবস্থা লোহিত সাগরীয় এলাকায় একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের গতিরোধ করেছে।
সূত্র : রয়টার্স এবং অন্যান্য