করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি বছরে বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গণভবন থেকে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে দিক নির্দেশনা প্রদানকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলা নববর্ষ আমরা সব সময় খুব উৎসবের সাথে উদযাপন করে থাকি। এবারে আমরা সব অনষ্ঠান বাদ দিয়েছি, বিশেষ করে লোক সমাগম হয় এমন সব অনুষ্ঠান।’
তিনি আরো বলেন, আমি মনে করি নববর্ষের অনুষ্ঠান বিশাল জনসমাগম করে সারাবাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখা উচিত। এখন ডিজিটাল যুগ যারা উৎসব করবেন, গান-বাজনা ডিজিটাল পদ্ধতিতে করতে পারেন।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে মোট ১৯ জন ইতিমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন এবং পাঁচজন মারা গেছেন।
সূত্র : ইউএনবি