সরকার জনগণের সাথে প্রতারণা ও ভোট চুরির মহোৎসব করার জন্যই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন দিয়ে কথিত নির্বাচনী তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নেমেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক।
তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর কাফরুলে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতাদের অবিলম্বে মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত পঞ্চম দফার দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চল আয়োজিত রাজপথে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য টুটুল, জোন টিমের সদস্য আলাউদ্দিন মোল্লা, শ্রমিক নেতা মিজানুর রহমান, মহানগর উত্তরের শূরা সদস্য আব্দুল মতিন খান, আবু তৈয়ব, আহসান হাবীব, আতিক হাসান ও মুসআব মুহাইমিন, আশিক, আলী হাসান, আশিকুর রহমান, গোলাম রাব্বানী ও নূরুল আমীন প্রমুখ।
ডা. মানিক বলেন, সরকার দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতি পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। এমন অভিযোগ এখন শুধু অভ্যন্তরীণ পরিসরে সীমাবদ্ধ নেই বরং তা এখন আন্তর্জাতিক অঙ্গনে বহুল আলোচিত ও চর্চিত বিষয়। এমন অভিযোগের সাথে একমত আন্তর্জাতিক সংস্থাগুলোও। তাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার জন্য বিশ্বের বন্ধুপ্রতীম রাষ্ট্র, উন্নয়ন সহযোগী দেশ ও দাতা সংস্থার পক্ষ থেকে সরকারের প্রতি বারবার আহবান জানানো হলেও নৈশ্যভোটের সরকার সে কথায় কর্ণপাত করেনি বরং নির্বাচনের নামে আবারো প্রহসন মঞ্চস্থ করার জন্য একটি ফরময়েসী তফসিল ঘোষণা করে দেশ ও জাতিকে অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দেয়া হয়েছে। এক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করেছে সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন। তিনি ষড়যন্ত্রমূলকভাবে ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল, সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং অবিলম্বে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। অন্যথায় সরকারকে করুণ পরিণতির মুখোমুখি হতে হবে।
পল্লবীতে জামায়াতের অবরোধ
অবরোধ করে বিক্ষোভ করেছে। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিনের নেতৃত্বে মিরপুর ১২-এ অবরোধে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য সাইফুল কাদের, জামায়াত নেতা জোবায়ের হোসাইন রাজন, মোশাররফ হোসেন, যুবনেতা মো: হাসানুল বান্না চপল, জামায়াত নেতা আবুল হোসাইন, ছাত্রনেতা ইউনুছসহ অন্যান্য থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
মগবাজারে জামায়াতের অবরোধ
ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল- তেজগাঁ অঞ্চলের উদ্যোগে অবরোধের সমর্থনে মিছিল, পিকেটিং অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এইচ আর আমিনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা কলিম উল্লাহ, আব্দুস সালাম ও আনোয়ার হোসেন প্রমুখ।
উত্তরা অঞ্চলে মিছিল
উত্তরা পশ্চিম অঞ্চলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অবরোধ কর্মসূচি পালনের পর পথ সভার মাধ্যমে শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য এস কে রতন ও মো.সলিম। এছাড়াও বিভিন্ন থানার আমীর, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও শিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের জনশক্তি অংশ নেন।
মিরপুরে জামায়াতের বিক্ষোভ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর উত্তরের মিরপুরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি-২ নম্বর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে প্রশিকা মোড়ে এসে শেষ হয়। শাহ আলি থানা আমীর নকিব ফেরদৌস, মিরপুর উত্তর থানা সেক্রেটারি রফিক – রিমন, শাহআলি থানা সেক্রেটারি গোলাম মো: হাফিজ,ইসলামি ছাত্র শিবিরের মহানগর ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি