আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আজ রোববার (৭ জানুয়ারি, ২০২৩) ঢাকারও তেজগাঁও এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে তা শেখ হাসিনা প্রমাণ করেছেন। জনগণ তা প্রত্যক্ষ করেছে। তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি এ নির্বাচনকে ‘জনগণের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞ।
তিনি বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছে।
ভোটে কোনো ভয়ভীতি বা হস্তক্ষেপ করা হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এভাবে (নির্বাচন) দেশে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করবে।
এই প্রবীণ আ.লীগ নেতা আরও বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা একটি চ্যালেঞ্জ ছিল।
‘অনেক বাধা সত্ত্বেও একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তবে তারা (বিরোধী দল) দেশের আন্তর্জাতিক বন্ধুদের বিভ্রান্ত করতে চেয়েছিল।
বিএনপি নির্বাচন বানচালের অপচেষ্টার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা তাদের অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধ দিয়ে দেশে গণতন্ত্রকে হত্যা করায় এ নির্বাচনে জনগণ বিএনপিকে বয়কট করেছে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।