মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

মানুষ মারা বিএনপির অভ্যাস, বললেন আইনমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২ বার

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আপনারা দেখেছেন তারা (বিএনপি) কতো ভাঙচুর করেছে। তারা রেলগাড়ির বগিতে মানুষ পুড়িয়ে মেরেছে। ২০১৩ সালে তারা বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। এই ভাঙচুর, মানুষ মারা, আগুন দেওয়া এটা তাদের অভ্যাস।’

আজ শুক্রবার দুপুরে ব্রা‏হ্মণবাড়িয়ার কুটি বাজার-কসবা পুরাতন বাজার ডিসি সড়কের বিজনা নদীতে অ্যাডভোকেট সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের সামনে বহুল কাঙ্ক্ষিত সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

কসবায় সড়কে অবৈধ ট্রাক্টরের দৌরাত্ম্যের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। তিনি ব্যবস্থা না নিলে, তখন আমাকে জানাবেন।’

এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওসার ভূইয়া, ব্রা‏হ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কসবা উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

বিকেল ৪টায় মন্ত্রী কসবা প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এর আগে, সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়া জংশন স্টেশনে এসে পৌঁছান আইনমন্ত্রী আনিসুল হক। তখন মন্ত্রীকে শুভেচ্ছা জানান আখাউড়ার ইউএনও রাবেয়া আক্তার, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) মানুষের স্বতঃস্ফূর্তরা দেখেছেন, মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনে হয় মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজগুলো করবেন, সেদিকেই মনযোগ দিচ্ছে। তারা (বিএনপি) আন্দোলনের কথা বলবে। বাংলাদেশে গণতন্ত্র আছে। তারা আন্দোলন করতে চেষ্টা করুক।’

গতকাল জামিনে কারামুক্ত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকারের জন্য বিএনপির আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন সাংবাদিকদের। তার ওই মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী এ কথা বলেন।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ড. ইউনূসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি যে জাতীয় রাজস্ব বোর্ড তার বিরুদ্ধে মামলা করেছে। দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। এগুলোতে সরকারের কোনো হাত নেই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com